Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৬:৩৩ পি.এম

চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন

আহবায়ক- মফিজ উদ্দীন ভূইয়া; সদস্য সচিব- মাহজারুল হক নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লার চান্দিনা উপজেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া’কে আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা মো. মাজহারুল হক’কে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সোমবার (২৫ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সদস্য আ. রাজ্জাক, মো. আ. কাদের, মো. মফিজ উদ্দিন, মিঞা আ. হক। সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা কনের জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম খান, যুদ্ধকালীন কুমিল্লা অঞ্চল কমান্ডার আব্দুল মতিন, চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মালেক প্রমুখ। সম্মেলন শেষে চান্দিনা মুক্তিযোদ্ধাদের সন্তানরা আহবায়ক সহ নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ক্যাপশন: চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন