নিজস্ব প্রতিনিধিঃ কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যখন একটি চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দেয়। জানা গেছে, উল্টোপথে আসা হানিফ পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে লরিটি প্রাইভেটকারটির ওপর উঠে যায়। শনিবার (২৩ আগস্ট) নিহতদের পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় হানিফ পরিবহনের বাসচালক ও লরিচালককে আসামি করা হয়েছে। নিহতদের একজন ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে এ মামলা করেন। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লরিটি উল্টোপথে আসা বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং প্রাইভেটকারকে চাপা দেয়। এতে একই পরিবারের চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।” দুর্ঘটনার পরপরই পদুয়ার বাজার পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ইউটার্নটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ পরিদর্শনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। আপাতত সদর দক্ষিণ উপজেলার দয়াপুর ইউটার্ন ব্যবহার করে যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হবে। কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, “পদুয়ার বাজার ইউটার্ন এলাকাটি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌথভাবে ইউটার্নটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সমন্বিত সভা অনুষ্ঠিত হবে, যেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” এই দুর্ঘটনা জননিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন...