Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৫, ৯:৫৯ পি.এম

“জনগণের দোয়া-সমর্থন নিয়ে সেবক হিসেবে কাজ করতে চাই”

নিজস্ব প্রতিনিধিঃ  কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) আসরের নামাজ শেষে কোয়ারপাড় শাহি মসজিদ মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেরনখাল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মারুফ হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম, চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সোলাইমান, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাহাদী হাসান, যুব আন্দোলন চান্দিনা থানা সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, ইসলামী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. সাব্বির হোসাইন এবং ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ.এম মোবারক হোসাইনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের পাশে থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমি চান্দিনার জনগণের দোয়া ও সমর্থন নিয়ে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এলাকার অবহেলিত মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।” কর্মী সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি মাঠপর্যায়ে ইসলামী আন্দোলনের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন