সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

দেবিদ্বারে আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

চান্দিনা মেইল অনলাইনঃ 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জামায়াতে ইসলামী আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগের এক নেতা উপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল বাজারে জামায়াতের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদের পাশে মঞ্চে বসতে দেখা যায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ করছে। এরই অংশ হিসেবে ওইদিন বিহারমণ্ডল বাজারে আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় জামায়াত নেতা বলেন, “যারা একসময় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, এখন তারাই সুযোগ বুঝে জামায়াতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এটি অত্যন্ত দুঃখজনক।”

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহাদাত মাস্টার সাংবাদিকদের বলেন, “এখন তো আওয়ামী লীগ নেই। আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে সামনের সারিতে বসিয়েছে।”

অন্যদিকে দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম দাবি করেন, “সভায় আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন কি না, সেটা আমার চোখে পড়েনি।”

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

See also  দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

দেবিদ্বারে আ.লীগের সহ-সভাপতিকে নিয়ে সমাবেশ করলেন জামায়াতের এমপি প্রার্থী

২২ অগাস্ট ২০২৫, ৩:৩৮

চান্দিনা মেইল অনলাইনঃ 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জামায়াতে ইসলামী আয়োজিত সম্মেলনে আওয়ামী লীগের এক নেতা উপস্থিত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল বাজারে জামায়াতের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদের পাশে মঞ্চে বসতে দেখা যায় মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত মাস্টারকে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামী বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ করছে। এরই অংশ হিসেবে ওইদিন বিহারমণ্ডল বাজারে আয়োজিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির উপস্থিতি রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক স্থানীয় জামায়াত নেতা বলেন, “যারা একসময় আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা করেছিলেন, এখন তারাই সুযোগ বুঝে জামায়াতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। এটি অত্যন্ত দুঃখজনক।”

ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহাদাত মাস্টার সাংবাদিকদের বলেন, “এখন তো আওয়ামী লীগ নেই। আমি বাজারে ছিলাম, তারা আমাকে ডেকে নিয়ে সামনের সারিতে বসিয়েছে।”

অন্যদিকে দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম দাবি করেন, “সভায় আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন কি না, সেটা আমার চোখে পড়েনি।”

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের জামায়াতের এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই