
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মোঃ জাহেদুল হাসান সবুজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সম্প্রতি দলীয় কাঠামোর ভেতরে সাংগঠনিক বিশৃঙ্খলা বিরাজ করছে এবং বেশ কিছু সদস্য দলীয় নীতিমালা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এসব কারণে তার ব্যক্তিগত রাজনৈতিক আদর্শের সঙ্গে দলের কার্যক্রমের অমিল তৈরি হয়েছে।
তিনি আরও লিখেন, “এ অবস্থায় আমি স্বেচ্ছায় উপজেলা পর্যায়ের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আজ থেকে আমি আর জাতীয় নাগরিক পার্টির চান্দিনা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারীর পদে কোনো প্রকার দায়িত্ব পালন করব না।”
তার এ ঘোষণার মাধ্যমে চান্দিনায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Reporter Name 












