Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১:১৫ পি.এম

স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ৩২ জনের বিরুদ্ধে সুখরঞ্জন বালির অভিযোগ দায়ের

চান্দিনা মেইল অনলাইনঃ  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা মাওঃ দেলওয়ার হোসাইন সাঈদীর মামলার আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি দীর্ঘদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে অপহরণ, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। অভিযোগ দায়েরের পর সুখরঞ্জন বালি সাংবাদিকদের জানান, “সাঈদী একজন সৎ ও ভালো মানুষ ছিলেন। আমি তার জানাজায়ও অংশ নিয়েছিলাম। অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে জোরপূর্বক সাক্ষ্য দিতে চাপ সৃষ্টি করা হয়েছিল।” তিনি আরও বলেন, ২০১২ সালের ৫ নভেম্বর সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে হঠাৎ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে দুই মাস সতেরো দিন গুম করে রাখা হয়। পরে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে পাঁচ বছর কারাভোগ করতে হয়। সুখরঞ্জন বালি প্রসিকিউশন অফিসে জমা দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, এই ঘটনার নেপথ্যে তৎকালীন আওয়ামী সরকার এবং বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিরা জড়িত ছিলেন। তার আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন জানান, এ মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, সাবেক প্রসিকিউটর হায়দার আলীসহ মোট ৩২ জনকে অভিযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের মামলায় আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন