Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ১১:০২ পি.এম

ফেসবুকে পোস্ট দিয়ে চান্দিনায় এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদকঃ  কুমিল্লার চান্দিনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মোঃ জাহেদুল হাসান সবুজ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সম্প্রতি দলীয় কাঠামোর ভেতরে সাংগঠনিক বিশৃঙ্খলা বিরাজ করছে এবং বেশ কিছু সদস্য দলীয় নীতিমালা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এসব কারণে তার ব্যক্তিগত রাজনৈতিক আদর্শের সঙ্গে দলের কার্যক্রমের অমিল তৈরি হয়েছে। তিনি আরও লিখেন, “এ অবস্থায় আমি স্বেচ্ছায় উপজেলা পর্যায়ের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আজ থেকে আমি আর জাতীয় নাগরিক পার্টির চান্দিনা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারীর পদে কোনো প্রকার দায়িত্ব পালন করব না।” তার এ ঘোষণার মাধ্যমে চান্দিনায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন