Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২১, ২০২৫, ৯:৫০ পি.এম

নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুবার্ষিকী আজ

চান্দিনা মেইল অনলাইনঃ আজ ‘নায়ক রাজ’ খ্যাত চলচ্চিত্র অভিনেতা রাজ্জাকের চলে যাবার দিন। ২০১৭ সালের এই দিনে তিনি এই পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার তিন ছেলের মধ্যে দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট অভিনয়ের সাথে সম্পৃক্ত হলেও আরেক ছেলে বাপ্পী দেশের বাইরেই স্থায়ী হয়েছেন। বাবার মৃত্যুর পর এফডিসিতেও নায়ক রাজ পরিবারের যাওয়া আসা একেবারেই কমে গেছে। জানা যায়, নায়ক রাজের মৃত্যু বার্ষিকীকে ঘিরে এফডিসিতে প্রতিষ্ঠিত কোনো সমিতিরই বিশেষ কোনো আয়োজন নেই। তবে গণমাধ্যমগুলো নায়ক রাজের এই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে। বিশেষত বিভিন্ন টিভি চ্যানেলে নায়ক রাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে, যা সবসময়ই করে আসে গণমাধ্যমগুলো। বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘সত্যি বলতে কী দিন যত যাচ্ছে যে কারো জন্মদিন নিয়ে উচ্ছাসটা যেমন কমে যাচ্ছে। আর প্রয়াণ দিবসতো তেমন কেউ মনেই রাখেন না। একটা সময় আব্বুর জন্মদিনে বড় পার্টি হতো। সেইসময়টা খুব উপভোগ করতাম। কিন্তু এখনতো আসলে বিশেষ দিন বলেই যে এমন নয়, আব্বুর জন্য সবসময়ই দোয়া করি। আজকেও যথারীতি পারিবারিকভাবেই আব্বুর প্রয়াণ দিবসটি নিজেদের মতো করেই কাটিয়ে দেবো। আমি সবসময়ই আব্বুর কবরের কাছে যাই, আজকেও যাবো। আল্লাহর কাছে দোয়া করে শুধু এতটুকুই বলবো-আল্লাহ যেন আমার আব্বুকে বেহেস্ত নসিব করেন। আব্বু কোনোদিন কাউকে কোনো কষ্ট দিয়ে থাকলে যেন ক্ষমা করে দেন। শুধু দোয়া চাই...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন