
চান্দিনা মেইল অনলাইনঃ
কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়।
বুধবার (২০ আগস্ট) সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে চুরি ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি মহিনুল ইসলাম জানান, সাজেদুল ইসলামের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, অপহরণ, অস্ত্র রাখা, চুরি ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। চলমান অভিযানে তার বিরুদ্ধে নতুন মামলার প্রস্তুতিও চলছে।
পুলিশের দাবি, সাজেদুল দীর্ঘদিন ধরে মানবপাচার ও অবৈধভাবে পাসপোর্ট বানানোর দালালি কাজে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Reporter Name 











