সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে চান্দিনায় জুলাই গ্লোরি গ্ৰীণ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত হলো পরিবেশবান্ধব বিশেষ কর্মসূচি “জুলাই গ্লোরি গ্ৰীণ ক্যাম্পেইন” পরিবেশবাদী সংগঠন ফিউচার গ্ৰীণ নেটওয়ার্ক ফাউন্ডেশন (FGNF) এ উদ্যোগের আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। আয়োজকদের ভাষ্য— শিক্ষার্থীদের সবুজ প্রজন্ম হিসেবে গড়ে তোলা এবং প্রকৃতি সংরক্ষণের চেতনা জাগ্রত করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির বিশেষ মুহূর্ত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো কুমিল্লার চান্দিনার সন্তান শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর প্রাঙ্গণে বৃক্ষরোপণ। উপস্থিত সকলে এ সময় শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার গ্ৰীণ নেটওয়ার্ক ফাউন্ডেশন (FGNF) -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসনীম আলম। এছাড়া চান্দিনা শাখার গ্রিন কো-অর্ডিনেটর রিয়াজুল ইসলাম শাওন ও নাইম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একইসঙ্গে পরিচ্ছন্নতা ও সামাজিক আন্দোলনের সংগঠন বিডি ক্লিন – এর প্রতিনিধিরাও কর্মসূচিতে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন— আশিক (উপজেলা সহ-সমন্বয়ক, চান্দিনা) এবং তানভীর হোসেন অভি (আইটি বিষয়ক সম্পাদক, চান্দিনা)

ফিউচার গ্ৰীণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের – প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসনীম আলম বলেন—

“এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু শহীদদের স্মরণ করছি না, বরং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে অনুপ্রাণিত করতে চাই। গাছ আমাদের টিকে থাকার মূল ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের অভিভাবক হওয়ার প্রতিজ্ঞা নিতে হবে। শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতিকে সবুজে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি।

অতিথিরা মনে করেন, “জুলাই গ্লোরি গ্ৰীণ ক্যাম্পেইন” শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং শহীদদের আদর্শ ও সংগ্রামের চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে চান্দিনায় জুলাই গ্লোরি গ্ৰীণ ক্যাম্পেইন

২০ অগাস্ট ২০২৫, ৫:৫৩

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আয়োজিত হলো পরিবেশবান্ধব বিশেষ কর্মসূচি “জুলাই গ্লোরি গ্ৰীণ ক্যাম্পেইন” পরিবেশবাদী সংগঠন ফিউচার গ্ৰীণ নেটওয়ার্ক ফাউন্ডেশন (FGNF) এ উদ্যোগের আয়োজন করে।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। আয়োজকদের ভাষ্য— শিক্ষার্থীদের সবুজ প্রজন্ম হিসেবে গড়ে তোলা এবং প্রকৃতি সংরক্ষণের চেতনা জাগ্রত করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

কর্মসূচির বিশেষ মুহূর্ত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো কুমিল্লার চান্দিনার সন্তান শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর প্রাঙ্গণে বৃক্ষরোপণ। উপস্থিত সকলে এ সময় শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিউচার গ্ৰীণ নেটওয়ার্ক ফাউন্ডেশন (FGNF) -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসনীম আলম। এছাড়া চান্দিনা শাখার গ্রিন কো-অর্ডিনেটর রিয়াজুল ইসলাম শাওন ও নাইম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

একইসঙ্গে পরিচ্ছন্নতা ও সামাজিক আন্দোলনের সংগঠন বিডি ক্লিন – এর প্রতিনিধিরাও কর্মসূচিতে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন— আশিক (উপজেলা সহ-সমন্বয়ক, চান্দিনা) এবং তানভীর হোসেন অভি (আইটি বিষয়ক সম্পাদক, চান্দিনা)

ফিউচার গ্ৰীণ নেটওয়ার্ক ফাউন্ডেশনের – প্রতিষ্ঠাতা ও সভাপতি তাসনীম আলম বলেন—

“এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু শহীদদের স্মরণ করছি না, বরং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে অনুপ্রাণিত করতে চাই। গাছ আমাদের টিকে থাকার মূল ভিত্তি। তাই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের অভিভাবক হওয়ার প্রতিজ্ঞা নিতে হবে। শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতিকে সবুজে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি।

অতিথিরা মনে করেন, “জুলাই গ্লোরি গ্ৰীণ ক্যাম্পেইন” শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং শহীদদের আদর্শ ও সংগ্রামের চেতনা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের