আবু সাঈদঃ শিক্ষার্থীদের শিক্ষা-মানোন্নয়ন ও সুশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফী। এতে শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক পদ্ধতির ব্যবহার, অভিভাবকদের দায়িত্ববোধ, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবদুল কাদের, সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন, সামায়ুন কবির বিএসসি, মিজানুর রহমান বিএসসি, মো. শাহাব উদ্দিন ও মাওলানা কামরুল হাসান। এছাড়াও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মাওলানা আলাউদ্দিন ও জাহানারা বেগম। বক্তারা বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; তাদের নৈতিকতা, চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো জরুরি। এজন্য শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা পালন করতে হবে। অভিভাবক ও শিক্ষকদের গঠনমূলক আলোচনায় সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাবেশ থেকে শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।