সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিলো ছাত্রশিবির; এখনো চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল

চান্দিনা মেইল অনলাইনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন, প্যানেল চূড়ান্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। সেই হিসেবে মঙ্গলবারের মধ্যে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল জমা দিতে পারবে। তবে ইতিমধ্যে ভিপি বা সহসভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার এবং আবিদুল ইসলাম খান।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ফরম নিয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফরম নিয়েছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমানও ফরম নিয়েছেন, তবে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো নিশ্চিত নয়।

ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

একই দিনে নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে একটি সম্মিলিত প্যানেল গঠন করতে। এই প্যানেল নির্বাচিত হবে—এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”

ঘোষিত প্যানেলের শীর্ষ তিন পদে আছেন—

সহ সভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মহিউদ্দিন খান

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন ইকবাল হায়দার (বিজ্ঞান ও প্রযুক্তি), খান জসিম (আন্তর্জাতিক), আসিফ আবদুল্লাহ (ছাত্র পরিবহন), শরিফুল ইসলাম মুয়াজ (সমাজসেবা), আরমান হোসাইন (ক্রীড়া), ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন), উম্মে সালমা (কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া), নুরুল ইসলাম সাব্বির (সাহিত্য ও সাংস্কৃতিক), এম এম আল মিনহাজ (স্বাস্থ্য ও পরিবেশ), সাখাওয়াত জাকারিয়া (মানবাধিকার ও আইন), সাজ্জাদ হোসাইন খান (গবেষণা ও প্রকাশনা) এবং মাজহারুল ইসলাম (ক্যারিয়ার উন্নয়ন)।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

সদস্য পদে রয়েছেন—সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির।

নির্বাচনী তফসিল ও ভোটার সংখ্যা

তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

১৭ আগস্ট পর্যন্ত ডাকসুর বিভিন্ন পদে মোট ১২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদকীয় পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। ইতিমধ্যে মনোনয়ন জমা পড়েছে ৩৮টি।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন শিক্ষার্থী।

 

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল দিলো ছাত্রশিবির; এখনো চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল

১৮ অগাস্ট ২০২৫, ৮:৪৪

চান্দিনা মেইল অনলাইনঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন, প্যানেল চূড়ান্ত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। সেই হিসেবে মঙ্গলবারের মধ্যে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল জমা দিতে পারবে। তবে ইতিমধ্যে ভিপি বা সহসভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার এবং আবিদুল ইসলাম খান।

এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ফরম নিয়েছেন কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফরম নিয়েছেন বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমানও ফরম নিয়েছেন, তবে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো নিশ্চিত নয়।

ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

একই দিনে নির্বাচনে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে একটি সম্মিলিত প্যানেল গঠন করতে। এই প্যানেল নির্বাচিত হবে—এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।”

ঘোষিত প্যানেলের শীর্ষ তিন পদে আছেন—

সহ সভাপতি (ভিপি): আবু সাদিক কায়েম

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ

সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মহিউদ্দিন খান

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে মনোনয়ন পেয়েছেন ইকবাল হায়দার (বিজ্ঞান ও প্রযুক্তি), খান জসিম (আন্তর্জাতিক), আসিফ আবদুল্লাহ (ছাত্র পরিবহন), শরিফুল ইসলাম মুয়াজ (সমাজসেবা), আরমান হোসাইন (ক্রীড়া), ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন), উম্মে সালমা (কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া), নুরুল ইসলাম সাব্বির (সাহিত্য ও সাংস্কৃতিক), এম এম আল মিনহাজ (স্বাস্থ্য ও পরিবেশ), সাখাওয়াত জাকারিয়া (মানবাধিকার ও আইন), সাজ্জাদ হোসাইন খান (গবেষণা ও প্রকাশনা) এবং মাজহারুল ইসলাম (ক্যারিয়ার উন্নয়ন)।

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

সদস্য পদে রয়েছেন—সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির।

নির্বাচনী তফসিল ও ভোটার সংখ্যা

তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

১৭ আগস্ট পর্যন্ত ডাকসুর বিভিন্ন পদে মোট ১২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদকীয় পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। ইতিমধ্যে মনোনয়ন জমা পড়েছে ৩৮টি।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ১৫৭ জন শিক্ষার্থী।