Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:১৮ পি.এম

চান্দিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আবু সাঈদঃ ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে কুমিল্লার চান্দিনায় উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। দিবসটি উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত, র‌্যালি, আলোচনা সভা শেষে সেরা মৎস্য চাষীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও আশরাফুল হক। তিনি বলেন- আমাদের প্রতিপাদ্যের মধ্যে যে অভয়াশ্রম এর কথা বলা হয়েছে, তা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে গড়ে উঠা জলাশয়গুলোতে মাছ চাষ করা। মাছ চাষের জন্য নিরাপদ রাখা এবং সে বিষয়ে আমাদের সচেতন থাকা প্রয়োজন। বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জলাশয় থেকে ছোট-বড় বিভিন্ন প্রজাতির দেশিয় মাছ শিকারে ব্যাপক হারে ব্যবহৃত হয়ে আসছে নতুন ফাঁদ। এতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের বিলুপ্তির শঙ্কা দেখা দিয়েছে। নদী-খাল-বিলে অবৈধ জাল ব্যবহার করে ব্যাপক হারে ছোট দেশি মাছ শিকার করছে অনেক মৎস্য শিকারিরা। তিনি আরও বলেন দেশীয় প্রজাতির মাছ আমাদের সংস্কৃতির অংশ। অনৈতিক পদ্ধতিতে যারাই মাছ নিধনের চেষ্টা করবে বা শিকার করবে এবং যারা দেশীয় মাছ নিধনে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় শুধু প্রশাসন নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। উপজেলা সিনিয়র...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন