ছালাউদ্দিন রিপনঃ মেধাবী অথচ আর্থিক অক্ষম শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে "FR Human Care" শিক্ষা সহায়তা কর্মসূচির অংশ হিসেবে সংস্থাটি দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ২০২৫ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য “FR Scholarship 2025” ঘোষণা করা হয়েছে। মানবিক এই সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বৃত্তির জন্য আবেদন করতে হলে আবেদনকারীদের অবশ্যই চান্দিনা উপজেলার অন্তর্ভুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। এছাড়া— বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ছাড়া) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৪.৭৫ (চতুর্থ বিষয় ছাড়া) অর্জনকারী শিক্ষার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। গুগল ফর্মের (এখানে ক্লিক করুন) মাধ্যমে অথবা QR কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। আবেদনের শেষ সময় আগামী ৩০ আগস্ট ২০২৫। এ প্রসঙ্গে FR Human Care–এর চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম বলেন, “আমরা চাই, চান্দিনার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার, আর মেধাকে বিকশিত করার জন্য আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।” সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোই এই বৃত্তির প্রধান উদ্দেশ্য। শিক্ষা ক্ষেত্রে উৎসাহ জোগানো এবং দারিদ্র্যপীড়িত মেধাবীদের উচ্চশিক্ষার সুযোগ...