আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) উপজেলার জোয়াগ ইউনিয়নের মুড়ারপাড় দক্ষিণ পাড়া জামে মসজিদের মাঠে জামায়াতে ইসলামী জোয়াগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জোয়াগ ইউনিয়নের টিম সদস্য মো: মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুব বিভাগের সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৭ চান্দিনা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ। সমাবেশ শেষে লক্ষীপুর নতুন বাজারে বাজারে গণসংযোগ করেন নেতাকর্মীরা৷ এসময় আরো উপস্থিত ছিলেন জোয়াগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: মোশাররফ হোসেন, সেক্রেটারি ডাক্তার জামাল খান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ও জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাও: ডাক্তার মোজাম্মেল হক, বায়তুল মাল সম্পাদক সরোয়ার হোসেন প্রমুখ।