Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৯:৫৭ পি.এম

চান্দিনায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ১৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (১৬ আগস্ট) দুপুরে চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাবেক সভাপতি আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা নায়েবে আমীর ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, ডা. হাসিব বিন হোসাইন এবং ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর সেক্রেটারি শাকিল আদনান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইলিয়াস সরকার, ছাত্রশিবির কুমিল্লা পশ্চিমের সাবেক সভাপতি আশিকুর রহমান, সানাউল্লাহ গাজী, উপজেলা জামায়াত সেক্রেটারি আব্দুল আহাদ ও জামায়াত নেতা নুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক কবির আল জাহিদ, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মহি উদ্দিন সরকার, সাবেক উপজেলা দক্ষিণ সভাপতি মাহবুব শাকিল ফয়সাল, পশ্চিম শাখার সাবেক সভাপতি রাসেল মাহমুদ, বর্তমান সভাপতি রহমত উল্লাহ শাওন এবং দক্ষিণ উপজেলা সভাপতি আবু সাঈদ পাঠানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন,...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন