Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৫, ৯:৪৯ পি.এম

দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করার ঘোষণা রেদোয়ান আহমেদের

আবু সাঈদঃ এনসিপি বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্ধারিত প্রতীক ‘ছাতা’ নিয়েই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত হয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি অংশ গ্রহণ করবে বলেও নিশ্চিত করেন তিনি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুমিল্লার চান্দিনা পৌরসভার ৫নং ওয়ার্ড এলডিপি’র কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন- এলডিপি থেকে আমরা বিএনপি’র নেতৃত্বাধীন জোট ও যুগপৎ আন্দোলনের সাথী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করবো। সেখানে চান্দিনার ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক থাকবে না। নির্বাচনের বিধিমালায় ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে জোটের প্রার্থী হলে নিজ দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। সুতরাং আমি এলডিপি’র প্রার্থী হয়ে ছাতা মার্কা নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। চাঁদাবাজি নিয়ে তিনি বলেন- জামায়াত ইসলামীসহ এনসিপি নামে একটি চোরের দল হয়েছে। তারা চাচ্ছে দেশে যাতে নির্বাচন না হয়। দেশে নির্বাচন না হলে তাদের একটা বড় সুবিধা। নির্বাচন ছাড়া তারা সরকারের সকল সুবিধা নিয়ে সকল বিশ^বিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বসে আছে। এনসিপি বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে আয় করেছে। সেই চোরদের ধরার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। এই চাঁদাবাজি বিএনপি’র জন্য একটা বড় অভিশাপ। তবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সমস্ত খবর পেলে অভিযুক্ত ওই চাঁদাবাজদের বিরুদ্ধে দলের সদস্যপদ বাতিলসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন।...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন