Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৫, ১১:০১ পি.এম

চান্দিনায় বাল্যবিবাহ আটকে দিলেন উপজেলা প্রশাসন বরসহ পাঁচজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

চান্দিনা মেইল অনলাইনঃ  চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক বাল্যবিবাহের চেষ্টা ব্যর্থ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার ও দণ্ড প্রদান করা হয়। অভিযুক্তরা হলেন—বর অলিউল্লাহ, তার পিতা মোহর আলী, ভাই সফিউল্লাহ, কনের মা জাহানারা বেগম এবং সহযোগী জয়নাল আবেদীন। জানা গেছে, রোকসানা আক্তার (১৩) নামের ওই শিক্ষার্থী শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং শ্রেণিতে প্রথম স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থী। তার বাবা নেই, তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। অভিযোগ অনুযায়ী, রোকসানার মা তার অমতে পাশের বাড়ির প্রবাসী অলিউল্লাহর সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এতে বর, বরপক্ষের সদস্য এবং কনের মা একজোট হয়ে কিশোরীকে বিয়েতে রাজি করানোর জন্য চাপ প্রয়োগ করেন। ঘটনার দিন রোকসানা ও তার বড় বোন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে, সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর বর অলিউল্লাহকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, তার পিতা মোহর আলীকে ছয় মাসের কারাদণ্ড, ভাই সফিউল্লাহকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, কনের মা জাহানারা বেগমকে ছয় মাসের কারাদণ্ড এবং সহযোগী জয়নাল আবেদীনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা আনসার...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন