Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১১:৪০ পি.এম

চান্দিনায় নকল কোমল পানীয়ের কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

চান্দিনা মেইল অনলাইনঃ কুমিল্লার চান্দিনা পৌরসভার হারং মধ্যপাড়া ২নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি এলাকায় অবৈধভাবে নকল কোমল পানীয় ও যৌন উত্তেজক পণ্য তৈরির অভিযোগে এক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী চান্দিনা ক্যাম্প, চান্দিনা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর। অভিযানে “ইহান ফুড অ্যান্ড বেভারেজ” নামের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ দুইজন কে আটক করা হয়। এ সময় প্রায় ৫ হাজার পিস নকল স্টিকারযুক্ত ভেজাল কোমল পানীয়, ৪ হাজার পিস নকল যৌন উত্তেজক ওষুধ, বিপুল পরিমাণ কাঁচামাল ও উৎপাদন মেশিন জব্দ করা হয়। জব্দকৃত পণ্য ও সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত দুইজনকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন