Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ১০:২৫ এ.এম

গোমতী নদীপথে মাদক চোরাচালান: নতুন কৌশলে সক্রিয় চক্র

চান্দিনা মেইল অনলাইনঃ জুলাই বিপ্লবের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন দেখা গেলেও সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রয়ে গেছে উদ্বেগজনকভাবে সক্রিয়। বিশেষ করে কুমিল্লা সীমান্তে গোমতী নদীপথ হয়ে ভারত থেকে নেশাজাতীয় দ্রব্য প্রবেশের ঘটনা বেড়েছে। মাদক কারবারিরা এখন নদীপথকে সহজ, নিরাপদ ও ব্যয়সাশ্রয়ী রুট হিসেবে ব্যবহার করছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর থেকে প্রায় ১৩০ কিলোমিটার ভেতরে ডাম্বুর বাঁধ পর্যন্ত বিস্তৃত নদীপথে মাঝেমধ্যেই ভেসে আসে বস্তা ও বোতল। সম্প্রতি কটক বাজার এলাকায় নদীর বেড়িবাঁধের কাছে একটি বস্তা ভেসে আসে, যা বিজিবি সদস্যরা উদ্ধার করে। বস্তাটি খুললে দেখা যায়—ফেনসিডিল, মদসহ বিভিন্ন মাদকদ্রব্যে পূর্ণ বোতল। এসব জব্দ করে ধ্বংস করা হয়। বিজিবি সদস্য এনামুল হক জানান, ভারতীয় মাদক কারবারিরা বিভিন্ন চিহ্নযুক্ত বস্তা নদীতে ভাসিয়ে দেয়। বাংলাদেশে সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইলে ছবি পাঠিয়ে দেওয়া হয়, যাতে তারা নির্দিষ্ট স্থানে গিয়ে চালান সংগ্রহ করতে পারে। কখনো কলাগাছ, খালি বোতল বা মবিলের ড্রামের সঙ্গে মাদক বেঁধে ভাসিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা সৈয়দ পেয়ার আহমেদ বলেন, মাদকদ্রব্যগুলো পলিথিনে মুড়িয়ে বালু বা পাথর দিয়ে ভারী করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একটি খালি বোতলও সঙ্গে বেঁধে দেওয়া হয়, যাতে তা সহজে শনাক্ত করা যায়। কারবারিরা সংকেতের মাধ্যমে চালান বুঝে নেয়। বিজিবি সদস্যরা জানান, নদীতে ভেসে থাকা বোতল বা বস্তা দেখলেই তারা তা সংগ্রহ করে যাচাই করেন। গোপন সংবাদের ভিত্তিতেও অভিযান পরিচালিত হয়। স্রোতের...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন