Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ৪:৩০ পি.এম

কুমিল্লা বোর্ডে এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ১৯০ শিক্ষার্থী পাস, জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন

চান্দিনা মেইল অনলাইনঃ  কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। মোট ৮৪৪ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে, যার মধ্যে ১৯০ জন ফেল থেকে পাস করেছেন। রোববার (১০ আগস্ট) সকালে প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে দেখা যায়, এ প্রক্রিয়ার মাধ্যমে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৬৭ জন শিক্ষার্থী। এছাড়া পূর্বে জিপিএ-৫ পাওয়া ৯১ শিক্ষার্থীর বিষয়ভিত্তিক গ্রেডে পরিবর্তন হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন জানান, গত ১০ জুলাই কুমিল্লা বোর্ডসহ দেশের সব শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরদিন ১১ জুলাই থেকে পুনঃনিরীক্ষণ আবেদন গ্রহণ শুরু হয় এবং ১৭ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করেন ৩৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থী। প্রতি বিষয়ে আবেদন ফি ছিল ১৫০ টাকা। এ বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। প্রথম ফলাফলে পাসের হার ছিল ৬৩.৬০ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্ত ছিলেন ৯ হাজার ৯০২ জন। পুনঃনিরীক্ষণের পর পাসের হার কিছুটা বেড়েছে এবং জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৬৯ জন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানান, পুনঃনিরীক্ষণ প্রক্রিয়ায় শুধুমাত্র উত্তরপত্রের পুনর্মূল্যায়ন নয়, বরং পুনর্মিলিয়ে দেখা হয় উত্তরপত্রের নম্বর গণনা ও এন্ট্রি সঠিকভাবে হয়েছে কিনা। এই প্রক্রিয়া অনেক শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন