Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৮:০৮ পি.এম

চান্দিনায় প্রথম গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল 

আবু সাঈদঃ প্রথম ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে চান্দিনা উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশ ও গণমিছিলে অংশ নিতে শত শত মানুষ ঢল নামে। দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন চান্দিনা মোকাম বাড়ি ঈদগাহ মাঠে। সেখান থেকে একটি বিশাল মিছিল চান্দিনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা - বাগুর বাস স্টেশনে এসে শেষ হয়। পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য আবু হানিফ এর স্লোগানে মুখরিত এই মিছিলে জাতীয় রাজনীতি, মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। গণমিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা-৭ চান্দিনা উপজেলা সম্ভাব্য সংসদ সদস্য মাওলানা মোশারফ হোসেন। পরে সংক্ষিপ্ত সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন চান্দিন উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদ। পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম ও পৌর জামায়াতের সেক্রেটারী ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইলিয়াস সরকার, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, বাতাঘাসি ইউনিয়ন আমীর নুরুল ইসলাম পারভেজ, সুহিলপুর ইউনিয়ন আমীর মাওলানা সালেহ গাজী, বাড়েরা ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মাধাইয়া ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে গণ-অভ্যুত্থানের ইতিহাস স্মরণ করে বলেন, জনগণের অধিকার আদায়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন