চান্দিনা মেইল অনলাইনঃ লাকসাম-মনোহরগঞ্জ নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসন পুনর্বহাল এবং লাকসামকে জেলা ঘোষণার দাবিতে লাকসামে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। নেতৃত্ব দেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বদিউল আলম সুজন। বিক্ষোভ মিছিলটি দৌলতগঞ্জ রেলস্টেশন মসজিদ চত্বর থেকে শুরু হয়ে লাকসাম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, “কোনো অভিযোগ কিংবা জনমত ছাড়া হঠাৎ করে লাকসাম-মনোহরগঞ্জ আসনের বিভাজন প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কে ঠেলে দিতে একটি হটকারি সিদ্ধান্ত।” তিনি নির্বাচন কমিশনের প্রতি এই প্রস্তাব থেকে সরে আসার আহ্বান জানান এবং লাকসামকে জেলা ঘোষণার জন্য জোর দাবি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, "আজকের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অবস্থান পরিষ্কার করা হয়েছে। এরপরও যদি নির্বাচন কমিশন কোনও কার্যকর উদ্যোগ না নেয়, তবে জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।" সমাবেশটি পরিচালনা করেন সংগ্রাম কমিটির অন্যতম সদস্য আবু বকর মো. জাহিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লাকসামের সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, পেযার আহমেদ, শাহ নুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।