Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১১:১২ এ.এম

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

চান্দিনা মেইল অনলাইনঃ গত বছর জুলাই আন্দোলনের পর থেকে শিল্পীদের মধ্যেও তৈরি হয়েছে বিভাজন। সুযোগ পেলেই একে অন্যের বিরুদ্ধে কথা বলতে পিছপা হচ্ছেন না অনেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল বিবাদে জড়িয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবা। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে জুলাই আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্রদের হয়ে কথা বলতে রাস্তায় নেমেছিলেন তিনি। তাই সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকার হয়েছিলেন তিনি। জুলাই আন্দোলনের এক বছর পার হয়ে গেলেও সমালোচনা পিছু ছাড়েনি বাঁধনের। প্রথমে এ নিয়ে কথা না বললেও এখন প্রতিবাদ করছেন এই অভিনেত্রী। গতকাল বাঁধনের এক ফেসবুক পোস্টের নিচে রিয়া ঘোষ নামের এক নারীর মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে বাঁধনকে কটাক্ষ করেন অভিনেত্রী সোহানা সাবা। ক্যাপশনে লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন...মে বি, দিদিটিকে ব্লক করেও দিয়েছেন...ভাগ‍্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল আর আমি তক্ষুনি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। সাবার শেয়ার করা মন্তব্যের স্ক্রিনশটটিতে লেখা, ‘সারা জীবন ড্রামাবাজি মেরে এসেছে সতী সাজতে।...আপাদমস্তক একটা ফেক মানুষ আপনি। আপনার গোটা পৃথিবীটা আপনাকে কেন্দ্র করে ঘোরে, তাই আপনার প্রতিটা মুহূর্তে অন্যের ভ্যারিডেশনের প্রয়োজন। কী জীবন আপনার। আর করুণাও হয় না আপনাকে দেখে। কত বড়...হলে কেউ কলকাতায় শুটিং করতে এসে নিজের ব্যক্তিজীবনের কেচ্ছা গায়? আপনি কত বড় দুঃখী, সেটা বারবার বলে কী প্রমাণ করতে চান?’ স্ক্রিনশটটি পোস্ট করেই থেমে থাকেননি সোহানা সাবা। মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ভেবেছিলাম, স্ক্রিনশট নিয়ে পোস্ট করব না।...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন