মো: আবু সাঈদ: কুমিল্লার চান্দিনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বদরপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বদরপুর নেছারিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভায় ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে এডভোকেট আবু নোমান সরকারকে আহ্বায়ক ও ড. সাজ্জাদ হোসেন শামীমকে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়েছে। তারা আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।