Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১১:২৩ এ.এম

চান্দিনায় ভাঙারি দোকানের আড়ালে গাঁজার চাষ; যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ১

চান্দিনা মেইল অনলাইনঃ কুমিল্লার চান্দিনা উপজেলার যুগপুকুরিয়া গ্রামে ভাঙারি ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছিলেন মো. লিটন (৪০), এমনই তথ্য উদঘাটন করেছে যৌথ বাহিনী। স্থানীয় বরকইট ইউনিয়নে এ মাদক কারবারিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে আটক করা হয়। লিটনের দোকানের পিছনে একটি সবজি বাগানে পুঁইশাক, পালং শাক এবং ঢেঁড়সের সঙ্গে ছদ্মবেশে রোপণ করা ছিল গাঁজার গাছ। ফলের ক্যারেট দিয়ে তৈরি ছাউনির নিচে অন্তত চারটি পূর্ণবয়স্ক গাঁজা গাছ থেকে প্রতি দুই মাসে কয়েক কেজি গাঁজা সংগ্রহ করা হতো বলে জানিয়েছে পুলিশ। বছরের পর বছর স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে সবজির বাগানে গাঁজা চাষ করলেও অবশেষে তথ্য-ভিত্তিক অভিযানে ধরা পড়ে লিটন। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাঁজাভর্তি বস্তা ও গাঁজার কাঁচা পাতা সহ তাকে হাতেনাতে ধরে ফেলে। চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, স্থানীয়দের সন্দেহ ও গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় লিটনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিটন বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা ও স্থানীয়দের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন