চান্দিনা মেইল অনলাইনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দিনকে দিন অনিরাপদ হয়ে উঠছে। একের পর এক ডাকাতি, ছিনতাই ও অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চালক, ব্যবসায়ী ও যাত্রীদের মাঝে। সম্প্রতি ২৬ জুলাই রাতে দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় প্রায় ৬০ লাখ টাকার কাপড় ভর্তি একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা গোটা অঞ্চলে উদ্বেগ ছড়িয়েছে। ভুক্তভোগী চান্দিনার কাপড় ব্যবসায়ী তাপস মজুমদার জানান, “আমরা ১৮ জন ব্যবসায়ী মিলে বাবুরহাট থেকে প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে নিরাপদ ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই। কাভার্ডভ্যানটি বানিয়াপাড়ায় পৌঁছালে হঠাৎ একটি পিকআপ এসে গাড়ির গতিরোধ করে চালককে সরিয়ে দেয় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়।” এ ঘটনায় নিরাপদ ট্রান্সপোর্টের পক্ষ থেকে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হলেও ২৯ জুলাই পর্যন্ত পুলিশ মালামাল কিংবা গাড়ির কোনো খোঁজ দিতে পারেনি। মহাসড়কে ডাকাতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণির পেশাজীবী। প্রাইভেটকার চালক মেহেদী হাসান বলেন, “আমরা রাতে গৌরীপুর পার হলেই টেনশনে থাকি। টামটা, ইলিয়টগঞ্জ, তীরচর, গোমতা, নাওতলা, দোতলা ও কুরছাপ—এসব এলাকায় ডাকাতরা ওঁত পেতে থাকে। কখনো রড ছুড়ে, কখনো পিকআপ দিয়ে ধাক্কা দিয়ে গাড়ি থামিয়ে ডাকাতি করে।” মাইক্রোবাস চালক সাদ্দাম হোসেন অভিযোগ করেন, “ডাকাতরা ডাকাতির পর চালককে ‘মামা’ বা ‘ভাগিনা’ বলে সম্বোধন করে চলে যায়, এতে যাত্রীরা চালককেও ডাকাত দলের সদস্য বলে সন্দেহ করে। এমন ঘটনা চান্দিনাতেও ঘটেছে।" এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েদ চৌধুরী জানান, “২৬ জুলাই রাতের কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায়...