Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১১:৪৯ এ.এম

বুড়িচংয়ে নিজ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

চান্দিনা মেইল অনলাইনঃ কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার ভোরে পুলিশ ওই বাসা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা জাহেদা আক্তার (৩৫) এবং তার বড় মেয়ে মিশু আক্তার (১৫)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। ওসি আজিজুল হক বলেন, “মা-মেয়ের মৃত্যুর ঘটনায় আমরা নিশ্চিত হয়েছি যে তারা বিষপান করেছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বামী মিহির হোসেন গা ঢাকা দেন, তবে তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।” পরিবারটির আর্থিক সংকট ছিল প্রকট। নিহত জাহেদা আক্তার একটি গার্মেন্টসে চাকরি করতেন, আর তার স্বামী মিহির হোসেন দিনমজুরের কাজ করেন। পরিবারটির গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়, যেখানে তাদের অনেক ঋণ ছিল বলে জানা যায়। নিহত মিশুর পাশাপাশি তাদের একটি পাঁচ বছর বয়সী কন্যা সন্তানও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ভাড়া বাসায় মরদেহ দুটি পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তবে এখনো কারো বিরুদ্ধে কোনো মামলা হয়নি। পরিবারের আর্থিক চাপ ও...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন