Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ২:৪৯ পি.এম

চান্দিনায় ৩৬ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনায় স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ উদ্যোগ নেয় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে ২০২২-২৩ সালে এসএসসি এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নয়টি উচ্চ বিদ্যালয়ের ১৬জন, চারটি মাদ্রাসার ৮জন এবং তিনটি কলেজের ১২জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী। বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান। তিনি বলেন, এসএসসি সমমান পরীক্ষায় উপজেলায় বেশী নম্বর প্রাপ্ত প্রতি বিভাগ থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রীকে মন্ত্রণালয় ইতিমধ্যে ১০ হাজার করে এবং এইচএসসি সমমান পরীক্ষায় বেশী নম্বর প্রাপ্ত ছাত্র ছাত্রীদের ২৫ হাজার করে টাকা ইতিমধ্যে প্রদান করেছে। এছাড়া একই প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডির সভাপতিকেও পুরস্কার এর ব্যবস্থা আছে। চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মো. কাউছার আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন