Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ১০:৫১ পি.এম

চান্দিনার ফুটওভার ব্রিজে ব্যানার অপসারণে স্বস্তি: পথচারীদের মুখে হাসি

তাসনীম আলমঃ  দীর্ঘদিন ধরে কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজটি রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানারে ঢাকা ছিল। ব্যানারগুলো শুধু সৌন্দর্যহানিই নয়, বরং পথচারীদের চলাচলে একপ্রকার ভোগান্তির কারণ হয়ে উঠেছিল। বিশেষ করে সন্ধ্যার পর ফুটওভার ব্রিজে আলো প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় নারী, বৃদ্ধ ও শিশু পথচারীদের চলাচলে নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের একটি স্থানীয় গ্রুপে এক সচেতন নাগরিক এই বিষয়টি তুলে ধরেন। পোস্টটি ব্যাপক সাড়া ফেললে 'SAC - Students Alliance of Chandina' নামক একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিষয়টি আমলে নেন এবং দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের সদস্যরা স্বপ্রণোদিত হয়ে ওভারব্রিজে লাগানো সকল ব্যানার অপসারণ করেন। এতে করে ব্রিজটি আগের মতো খোলামেলা ও চলাচলের উপযোগী হয়ে ওঠে। এ উদ্যোগে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং অনেকে সংগঠনটির এমন দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন। পথচারীরা জানিয়েছেন, “অনেকদিন পর ফুটওভার ব্রিজটি পরিচ্ছন্ন ও নিরাপদ মনে হচ্ছে। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” তাদের মতে, যেকোনো প্রচার বা ব্যানার স্থাপনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও জনসাধারণের চলাচলের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। এ বিষয়ে SAC এর প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আহমেদ জানান, “আমরা চাই চান্দিনাকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে। ব্যানার অপসারণের মাধ্যমে ছোট পরিসরে হলেও সাধারণ মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ তৈরি করতে পেরে আমরা গর্বিত।” স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে ওভারব্রিজসহ জনসাধারণের চলাচলের স্থানগুলোতে এ ধরনের সচেতনতামূলক পদক্ষেপ অব্যাহত থাকবে এবং প্রশাসনের পক্ষ থেকেও...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন