সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

ভারত-মালদ্বীপ সম্পর্কে নতুন গতি! মুইজ্জুর আমন্ত্রণে মোদীর চতুর্থ সফর আজ

ছালাউদ্দিন রিপনঃ 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপে পৌঁছেছেন। ২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব গ্রহণের পর এটি নরেন্দ্র মোদীর প্রথম সফর। দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনার সম্ভাবনাকে সামনে রেখে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দেশই।

সফরকালে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট মুইজ্জুর মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, এ সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। একই সঙ্গে কিছু যৌথ অবকাঠামো প্রকল্পের উদ্বোধনও হতে পারে।

মালদ্বীপের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু। আগামী ২৬ জুলাই অনুষ্ঠেয় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে মোদীর উপস্থিতি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর কটূ মন্তব্যের পর ভারত-মালদ্বীপ সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়ে। সেই প্রেক্ষাপটে মোদীর এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের একটি কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে প্রেসিডেন্ট মুইজ্জুর চীনপ্রীতি ও অতীতের ‘ভারত বিরোধী’ মনোভাবকে ঘিরে এই সফরের কূটনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেছে।

প্রসঙ্গত, এটি নরেন্দ্র মোদীর চতুর্থ মালদ্বীপ সফর। তবে প্রেসিডেন্ট মুইজ্জুর শাসনামলে এটিই প্রথম। নতুন নেতৃত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোয়, তা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

See also  দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

ভারত-মালদ্বীপ সম্পর্কে নতুন গতি! মুইজ্জুর আমন্ত্রণে মোদীর চতুর্থ সফর আজ

২৫ জুলাই ২০২৫, ১২:২৭

ছালাউদ্দিন রিপনঃ 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপে পৌঁছেছেন। ২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব গ্রহণের পর এটি নরেন্দ্র মোদীর প্রথম সফর। দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় সূচনার সম্ভাবনাকে সামনে রেখে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দুই দেশই।

সফরকালে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট মুইজ্জুর মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, এ সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। একই সঙ্গে কিছু যৌথ অবকাঠামো প্রকল্পের উদ্বোধনও হতে পারে।

মালদ্বীপের স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু। আগামী ২৬ জুলাই অনুষ্ঠেয় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে মোদীর উপস্থিতি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর কটূ মন্তব্যের পর ভারত-মালদ্বীপ সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে পড়ে। সেই প্রেক্ষাপটে মোদীর এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের একটি কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে প্রেসিডেন্ট মুইজ্জুর চীনপ্রীতি ও অতীতের ‘ভারত বিরোধী’ মনোভাবকে ঘিরে এই সফরের কূটনৈতিক গুরুত্ব আরও বেড়ে গেছে।

প্রসঙ্গত, এটি নরেন্দ্র মোদীর চতুর্থ মালদ্বীপ সফর। তবে প্রেসিডেন্ট মুইজ্জুর শাসনামলে এটিই প্রথম। নতুন নেতৃত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোয়, তা নির্ধারণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

See also  দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক