চান্দিনা মেইল অনলাইনঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেইনার জেট বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুরে, স্কুল ছুটির মুহূর্তে, যখন শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করছিল। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হঠাৎ করে আকাশ থেকে বিকট শব্দ করে একটি যুদ্ধবিমান ভবনের উপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপে রূপ নেয় ভবনের একাংশ। এতে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই শিশু ও স্কুলকর্মী বলে জানা গেছে। বিমানবাহিনীর এক কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল F-7 সিরিজের একটি ট্রেইনার জেট, যার সিরিয়াল ছিল F-934 বা ২৭০১। আজ ছিল পাইলট তৌকিরের প্রথম একক মিশন। টেকঅফ করার মাত্র ১২ মিনিটের মাথায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টল করে। কন্ট্রোল রেসপন্স না করায় পাইলটকে বারবার ইজেক্ট করার নির্দেশ দেওয়া হলেও বিমানটি এত নিচুতে অবস্থান করছিল যে নিরাপদে ইজেক্ট করা সম্ভব হয়নি। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। তার এই প্রচেষ্টা প্রশংসনীয় হলেও, শেষ পর্যন্ত সেটি একটি স্কুল ভবনে বিধ্বস্ত হয়। পাইলট তৌকির ইজেক্ট করতে পেরেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানবাহিনীর প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি মেইনটেন্যান্স ফেইলিওর ছিল, যার প্রকৃতি সম্ভাব্য স্যাবোটাজের দিকে ইঙ্গিত করছে। বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। জাতীয় নিরাপত্তার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। উদ্ধারকাজে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল,...