আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনা উপজেলার চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন কে সভাপতি করা হয়। শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই কমিটি অনুমোদন দেয়া হয়। সোমবার (২১ জুলাই) ওই চিঠি হাতে পায় কমিটি সদস্যরা। কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খলিল কে সদস্য সচিব, মো. শরীফুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি এবং মো. নাজমুল হাসানকে অভিভাবক প্রতিনিধি করা হয়। এডহক কমিটির নব মনোনীত সভাপতি মো. রুহুল আমিন বলেন- এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বিএনপি সরকারের সংসদ সদস্য থাকাকালীন ১৯৯৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ক্ষমতার পালাবদলের পর বিদ্যালয়টিতে আশানুরূপ উন্নয়ন হয়নি। আমি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে আপ্রাণ চেষ্টা করবো।