তাসনীম আলমঃ রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক, যাদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনের গেইটসংলগ্ন একাডেমিক ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। উদ্ধার অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। এ দুর্ঘটনায় বিমানটির বৈমানিকও নিহত হয়েছেন। বিকেল পৌনে ৪টার দিকে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীদের প্রাণ গেল শ্রেণিকক্ষে, বিধ্বস্ত হওয়া ভবনটিতে দুর্ঘটনার সময় ক্লাস চলছিল। আগুন ও ধ্বংসস্তূপের নিচে পড়ে দগ্ধ হন বহু শিক্ষার্থী। তাদের স্ট্রেচারে করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দগ্ধদের মধ্যে গুরুতর অবস্থায় অনেককে নেওয়া হয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ প্রতিষ্ঠানটির আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এখন পর্যন্ত অর্ধশতাধিক দগ্ধ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার ও চিকিৎসা পরিস্থিতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা...