চান্দিনা মেইল অনলাইনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, এই অনুমতির মাধ্যমে ট্রেন পরিচালনার স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে বলেন, "রাজনৈতিক দলের আবেদন অনুযায়ী বিশেষ ট্রেন পরিচালনা বাংলাদেশ রেলওয়ের একটি প্রচলিত ও নিয়মিত প্রক্রিয়া। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচির সময় এ ধরনের বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে। তিনি আরও জানান, নিয়মিত ট্রেনগুলোর অতিরিক্ত চাপ এড়াতে ও যাত্রীদের সুশৃঙ্খলভাবে গন্তব্যে পৌঁছাতে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। বিশেষ করে, জনসমাবেশ বা অন্যান্য বড় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী যাত্রীরা যদি সময়মতো টিকিট না পান, তবে তারা টিকিটবিহীন ভ্রমণ করতে পারেন, যা রেলওয়ের জন্য রাজস্ব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অথচ, বিশেষ ট্রেন পরিচালনার ফলে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে যাত্রীরা সহজে ভ্রমণ করতে পারেন এবং রেলওয়ে কাঙ্ক্ষিত রাজস্ব অর্জনেও সক্ষম হয়। রেলওয়ে সূত্র জানায়, শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাপ কম থাকে এবং এসব বিশেষ ট্রেন পরিচালনা করা হবে নির্ধারিত ‘অফ-ডে’ রেক ব্যবহার করে। ফলে, নিয়মিত ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না এবং সাধারণ যাত্রীরাও এর প্রভাব থেকে মুক্ত থাকবেন। বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রায়...