বিশেষ প্রতিনিধিঃ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, স্টুডেন্টস এলায়েন্স অফ চান্দিনা, ইসলামি যুব আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, “গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের ওপর খুনি শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বর্বর হামলা চালিয়েছে। হামলার সময় স্থানীয় প্রশাসন ও পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিল, যা অত্যন্ত উদ্বেগজনক ও প্রশ্নবিদ্ধ। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ, ইসলামি যুব আন্দোলনের জোবায়ের আহমেদ, স্টুডেন্টস এলায়েন্স অফ চান্দিনার কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ। বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবির পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।