সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

দেবিদ্বারে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চান্দিনা মেইল অনলাইনঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার মোহনপুর গ্রামে। স্থানীয় চারুর বাড়ির সামনের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় মো. আনাস (২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনাস মোহনপুর গ্রামের রাকিব হোসেনের একমাত্র সন্তান।

একই দিন অপর ঘটনাটি ঘটে নবিয়াবাদ গ্রামে। দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় মো. ইব্রাহিম (১১)। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ইব্রাহিম নবিয়াবাদ দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র এবং স্থানীয় মো. কাউছার আহমদের ছেলে।

দুইটি মৃত্যুই স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, “ঘটনাগুলো সম্পর্কে কোনো অভিভাবক বা স্বজন থানায় লিখিতভাবে জানায়নি। তবে স্থানীয় সূত্রে বিষয়টি জেনেছি।

উল্লেখ্য, বর্ষাকাল ও অসতর্কতা মিলিয়ে গ্রামীণ এলাকায় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। শিশুর নিরাপত্তায় পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
Tag :

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

দেবিদ্বারে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬ জুলাই ২০২৫, ১০:০০

চান্দিনা মেইল অনলাইনঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক দুটি স্থানে পানিতে ডুবে দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রথম ঘটনাটি ঘটে উপজেলার মোহনপুর গ্রামে। স্থানীয় চারুর বাড়ির সামনের পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় মো. আনাস (২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আনাস মোহনপুর গ্রামের রাকিব হোসেনের একমাত্র সন্তান।

একই দিন অপর ঘটনাটি ঘটে নবিয়াবাদ গ্রামে। দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় মো. ইব্রাহিম (১১)। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ইব্রাহিম নবিয়াবাদ দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র এবং স্থানীয় মো. কাউছার আহমদের ছেলে।

দুইটি মৃত্যুই স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশুদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, “ঘটনাগুলো সম্পর্কে কোনো অভিভাবক বা স্বজন থানায় লিখিতভাবে জানায়নি। তবে স্থানীয় সূত্রে বিষয়টি জেনেছি।

উল্লেখ্য, বর্ষাকাল ও অসতর্কতা মিলিয়ে গ্রামীণ এলাকায় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। শিশুর নিরাপত্তায় পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

 

See also  দেবিদ্বারে বিএনপির ২০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান