
চান্দিনা মেইল অনলাইনঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে সম্প্রতি সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা প্রচারণা চালানো এবং সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে শুরু হয়ে তীরচর পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সরকার ও প্রশাসনের কঠোর সমালোচনা করেন এবং অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আকতারুজ্জামান সরকার বলেন, “দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এতে বিএনপি এবং ছাত্রদলের কর্মীদের মনোবল ভাঙা যাবে না। আমরা রাজপথেই এর জবাব দেব।
সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এবং যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।
বক্তারা বলেন, “একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে তরুণ সমাজকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। দীর্ঘদিন ধরে গোপনে তৎপর কিছু সংগঠন মব তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। ছাত্রদল এই অশুভ তৎপরতার বিরুদ্ধে মাঠে থাকবে, রাজপথেই এর প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশটি সঞ্চালনা করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন সোহেল, মাহবুব আলম, শরীফুল ইসলাম, দেবীদ্বার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল, হোমনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইজ উদ্দিন সাজু, মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আলম, চান্দিনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী মৈশান, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম দোলন ও সদস্য সচিব হানিফ মুন্সি প্রমুখ।
নেতারা বিক্ষোভ শেষে ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
Reporter Name 










