Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১০:১৮ পি.এম

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনায় ইয়াবা সেবন ও পরিবহনের দায়ে মো. আক্তার হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার দোতলা গোবিন্দপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দোতলা গোবিন্দপুর গ্রামের মৃত আবদুর রশিদ এর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় চান্দিনা থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মাধ্যমে আটককৃতকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন