Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:৪৭ পি.এম

গোলাম রাব্বানীর ভাই এএসপি রুহানী সাময়িক বরখাস্ত

চান্দিনা মেইল অনলাইনঃ  অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের পূর্বানুমতি না নিয়েই ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২৩(ছ) ধারার আওতায় এই অনুপস্থিতিকে 'পালায়ন' (Desertion) হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে ওই তারিখ থেকেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তিনি প্রযোজ্য বিধান অনুযায়ী ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন