Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১১:০৫ পি.এম

অনলাইন; অফলাইনে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের প্রচারণা, চান্দিনায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ডের নাজিম হোসেন (২৬) নামের এক যুবক বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে সক্রিয়ভাবে ক্যাম্পেইন ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, নাজিম শুধু অনলাইনে নয়, বাস্তবেও বিভিন্ন সময় সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিশেষ করে গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র ও জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় তিনি চান্দিনায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ সরাসরি হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। নাজিম হোসেন বেলাশ্বর পশ্চিম পাড়ায় প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বসবাস করেন। তার পিতার পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এলাকাবাসীর মধ্যে তিনি 'নিষিদ্ধ ছাত্রলীগ নেতা' হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র আরও জানায়, নাজিম বিভিন্ন সময় নিষিদ্ধ রাজনৈতিক ব্যানারে ফেসবুকে পোস্ট, প্রচারমূলক ভিডিও ও উসকানিমূলক বক্তব্য প্রকাশ করে আসছেন। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় সচেতন নাগরিকরা। এ বিষয়ে চান্দিনা থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও চান্দিনায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে গোপন তৎপরতা ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এ ধরনের তৎপরতা নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন