সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

চান্দিনায় চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে এনসিপি ও বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

তাসনীম আলমঃ

চান্দিনা উপজেলায় চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅধিকারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভি, কুমিল্লা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান, গণঅধিকার প্রতিনিধি জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা চান্দিনায় সম্প্রতি ঘটে যাওয়া হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভি বলেন, “যারা এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের বিন্দুমাত্রও ছাড় দেওয়া যাবে না। অপরাধ সংঘটনের আগেই কেন প্রশাসন ব্যবস্থা নেয় না—এটাই এখন বড় প্রশ্ন। যিনি নিজ দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে অক্ষম, এমন নেতার নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “চান্দিনায় চাঁদাবাজদের কোনো স্থান নেই। সিএনজি স্টেশনে যারা চাঁদাবাজি করে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসনের নিরবতা রহস্যজনক—এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান বলেন, “চান্দিনায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। প্রশাসনের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ চান্দিনা গড়তে আমরা বদ্ধপরিকর।”

গণঅধিকার প্রতিনিধি জামান বলেন, “চাঁদাবাজ ও দুর্বৃত্তদের জন্য চান্দিনায় কোনো জায়গা থাকবে না। আমরা জনস্বার্থে মাঠে আছি এবং থাকবো।”

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় চান্দিনা থানা পুলিশের ওসি এবং সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

এই কর্মসূচির মাধ্যমে চান্দিনার সচেতন নাগরিক সমাজ একটি শক্ত বার্তা দিয়েছে যে, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

চান্দিনায় চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে এনসিপি ও বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

১২ জুলাই ২০২৫, ১১:০২

তাসনীম আলমঃ

চান্দিনা উপজেলায় চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅধিকারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভি, কুমিল্লা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান, গণঅধিকার প্রতিনিধি জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা চান্দিনায় সম্প্রতি ঘটে যাওয়া হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভি বলেন, “যারা এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের বিন্দুমাত্রও ছাড় দেওয়া যাবে না। অপরাধ সংঘটনের আগেই কেন প্রশাসন ব্যবস্থা নেয় না—এটাই এখন বড় প্রশ্ন। যিনি নিজ দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে অক্ষম, এমন নেতার নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “চান্দিনায় চাঁদাবাজদের কোনো স্থান নেই। সিএনজি স্টেশনে যারা চাঁদাবাজি করে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসনের নিরবতা রহস্যজনক—এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান বলেন, “চান্দিনায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। প্রশাসনের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ চান্দিনা গড়তে আমরা বদ্ধপরিকর।”

গণঅধিকার প্রতিনিধি জামান বলেন, “চাঁদাবাজ ও দুর্বৃত্তদের জন্য চান্দিনায় কোনো জায়গা থাকবে না। আমরা জনস্বার্থে মাঠে আছি এবং থাকবো।”

মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

শান্তি-শৃঙ্খলা রক্ষায় চান্দিনা থানা পুলিশের ওসি এবং সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করেন।

এই কর্মসূচির মাধ্যমে চান্দিনার সচেতন নাগরিক সমাজ একটি শক্ত বার্তা দিয়েছে যে, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ।

See also  ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা