ছালাউদ্দিন রিপনঃ দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও পাথর মেরে বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ফ্লাইওভার এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর ও থানা রোড প্রদক্ষিণ করে চান্দিনা পশ্চিম বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী যুব আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সভাপতি আ. ম. ম. উবাইদুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী। বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি জনাব সাইফুল ইসলাম সরকার, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসমাইল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহদী হাসান, প্রচার সম্পাদক মাওলানা জোবায়ের খান ফরাজী, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মুন্সী। এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি মোহাম্মদ শাহজালালসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “দেশজুড়ে চলমান চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক সন্ত্রাস এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডে দেশের সাধারণ মানুষ আজ আতঙ্কিত। এ অবস্থার অবসানে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা অবিলম্বে এসব সহিংস ও অন্যায় কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।