Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৫, ১১:০২ পি.এম

চান্দিনায় চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে এনসিপি ও বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

তাসনীম আলমঃ চান্দিনা উপজেলায় চাঁদাবাজি, সহিংসতা ও সম্প্রতি ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণঅধিকারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেলে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভি, কুমিল্লা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান, গণঅধিকার প্রতিনিধি জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা চান্দিনায় সম্প্রতি ঘটে যাওয়া হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চান্দিনা উপজেলা এনসিপির সভাপতি আবুল কাশেম অভি বলেন, "যারা এই হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের বিন্দুমাত্রও ছাড় দেওয়া যাবে না। অপরাধ সংঘটনের আগেই কেন প্রশাসন ব্যবস্থা নেয় না—এটাই এখন বড় প্রশ্ন। যিনি নিজ দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে অক্ষম, এমন নেতার নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না।" তিনি আরও বলেন, "চান্দিনায় চাঁদাবাজদের কোনো স্থান নেই। সিএনজি স্টেশনে যারা চাঁদাবাজি করে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। প্রশাসনের নিরবতা রহস্যজনক—এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।" জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান বলেন, "চান্দিনায় যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। প্রশাসনের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ চান্দিনা গড়তে আমরা বদ্ধপরিকর।" গণঅধিকার প্রতিনিধি জামান বলেন, "চাঁদাবাজ ও দুর্বৃত্তদের জন্য চান্দিনায় কোনো জায়গা থাকবে না। আমরা জনস্বার্থে মাঠে আছি এবং থাকবো।" মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন