Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১১:২৬ পি.এম

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ছালাউদ্দিন রিপনঃ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ভবনের নির্মাণকাজ সম্পূর্ণভাবে শেষ করতে আমি সরকারের পক্ষ থেকে একটি বিশেষ অনুদানের ব্যবস্থা করার চেষ্টা করব। এই ভবন কুমিল্লার বিচারপ্রক্রিয়ার গুণগত উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি আরও বলেন, “আইনজীবীদের কাছে আমাদের প্রত্যাশা হলো—আপনারা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সাধারণ মানুষের ন্যায্য বিচার নিশ্চিত করবেন। বিচারপ্রার্থী মানুষ যেন আপনাদের কাছেই আশ্বস্ত থাকতে পারে। বিগত সরকারের শাসনামলের বৈষম্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উত্তরবঙ্গ, নোয়াখালী ও কুমিল্লা ছিলো এক সময় উন্নয়ন বৈষম্যের শিকার। তবে বর্তমান সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি বিভাগে সমান গুরুত্ব দিচ্ছে। কুমিল্লার মানুষের সঙ্গে এই নামটির আবেগ ও ইতিহাস জড়িত। তাই যদি নতুন বিভাগ গঠিত হয়, তবে তার নাম হবে 'কুমিল্লা বিভাগ'। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইসমাইল ও অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন পর্যায়ের আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন ভবনটি জেলা আইনজীবী সমিতির আধুনিকীকরণ ও বিচারিক...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন