Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৬:২৫ এ.এম

চান্দিনা পৌরসভার ৮১ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৮১ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে চান্দিনা পৌরসভার সভা কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক। এতে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৬৩১ টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৯ হাজার ৪৯৭ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৩০ লাখ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত ধরা হয়েছে ৮ কোটি ৪ লাখ ১৪ হাজার ১২৮ টাকা। বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা কাজী আবদুর রাজ্জাক রাশেদ, সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক আকিবুল ইসলাম হারেছ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, ৬ ও ৭নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ আলম, ৩ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, পৌরসভার সহকারী প্রকৌশলী  মো. সাজ্জাদ...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন