চান্দিনা মেইল অনলাইনঃ চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলাফলের এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে গণিতে ব্যাপক সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়াকে দায়ী করেছে বোর্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এই তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর খন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ শাহজাহান, উপ-সচিব (প্রশাসন) মাসুম মিল্লাত মজুমদার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) কাজী আপন তিবরানী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয়টি জেলা—কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর মোট ১ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৭৯ হাজার ৭৩৪ জন মেয়ে এবং ৬৯ হাজার ৮৩৮ জন ছেলে শিক্ষার্থী। সর্বমোট ১ লাখ ৬৫ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ, যা গত বছরের ৭৯ দশমিক ২৩ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলেদের সংখ্যা ৪ হাজার ৪০৭ এবং মেয়েদের সংখ্যা ৫ হাজার ৪৯৫ জন। গত বছর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ১০০ জন শিক্ষার্থী। চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম জানান, "গণিতে...