
চান্দিনা মেইল অনলাইনঃ
কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন এ তথ্য জানান।
ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, ‘আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার সারাদিন অবলোকনের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।’
Reporter Name 












