চান্দিনা মেইল অনলাইনঃ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় এবং ভারতের ত্রিপুরা রাজ্যে টানা ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে ফেনী ও কুমিল্লা জেলার নিচু এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় উপজেলাগুলোর ওপর ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানান, আজ মঙ্গলবার সারাদিন ও রাত এবং আগামীকাল বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবল বর্ষণ অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নতুন করে ১৫০ থেকে ২৫০ মিলিমিটার পর্যন্ত অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এ পূর্বাভাস অনুযায়ী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলা। ইতোমধ্যে মঙ্গলবার সকাল থেকেই শুরু হওয়া টানা বৃষ্টিতে ফেনী জেলার বিভিন্ন এলাকা ও কুমিল্লার দক্ষিণ অংশের কয়েকটি উপজেলা আংশিকভাবে প্লাবিত হয়েছে। এসব এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর পরিচালিত আগরতলা শহরের রাডার চিত্রে মঙ্গলবার দুপুর ২টা ৫২ মিনিটে ধারণ করা একটি স্যাটেলাইট চিত্রে দেখা যায়, উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ঘনীভূত মেঘমালার প্রভাবে চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা রাজ্যজুড়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে নদী-খাল গুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে, যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আরও বাড়ছে। প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রস্তুতি নেওয়ার জন্য স্থানীয়দের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।