
আবু সাঈদঃ
কুমিল্লার চান্দিনায় হারং সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৬ জুলাই) চান্দিনা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সরকার হাটে সংগঠনের কার্যালয়ে ওই ক্যাম্পেইন টি অনুষ্ঠিত হয়।
এতে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আল আমিন ও ডাঃ আবু বকর মজুমদার তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

এছাড়াও ৭৫ জন মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদুল হক সরকার জানান, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছি। বিগত দিনগুলোতে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী সহ বিভিন্ন ভাবে আমরা কাজ করে যাচ্ছি৷ তারই ধারাবাহিকতায় আমরা আজকে মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছি। ভবিষ্যতেও আমাদের এ ধরণের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন হারং সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা ছালাউদ্দিন রিপন, সিনিয়র সদস্য আবদুর রব, সভাপতি সাইফুলাহ, সহ সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক ইমরান হাসান শুভ, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন তারেক, দপ্তর সম্পাদক এখলাসুর রহমান হেলাল, ক্রিয়া সম্পাদক মোঃ সায়েম, প্রচার সম্পাদক তানিম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক কাউসার আহমেদ মানিক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দীপক চন্দ্র দাস। সদস্য রিয়াজুল ইসলাম শাওন, সদস্য ইয়ামিন, সদস্য নাইম।
Reporter Name 











